ভিপি সম্পত্তির (যা অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি নামেও অনেকের কাছে পরিচিত) 'ক' তফসিল প্রকাশিত হয়েছে। 'ক' তফসিলভূক্ত সম্পত্তি হলো সরকার কর্তৃক ইজারাকৃত অর্পিত সম্পত্তি। 'ক' তফসিল পাওয়া যাবে দাগনভূঞা উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস (সিলোনিয়া, রাজাপুর,বৈরাগিরহাট, দাগনভূঞা বাজার) ও সকল ইউনিয়ন পরিষেদের তথ্য ও সেব কেন্দ্র এবং উপজেলা পরিষদ ভবনের নিচ তলায় মেসার্স নজরুল ট্রের্ডাস এ। শুধুমাত্র ফটোকপির মূল্য পরিশোধ করে এ তালিকা নিতে পারেন। ক তফসিলভূক্ত সম্পত্তির রিলিজের জন্য জজকোর্টে স্থাপিত ট্রাইবিুনালে আবেদন করতে হবে। যে সকল সম্পত্তি সরকার কর্তৃক ইজারা দেওয়া হয়নি বা সরকারের দখলে নেই কিন্তু ভিপি তালিকায় আছে সেগুলো 'খ' তফসিলভূক্ত। ' খ' তফসিলভূক্ত সম্পত্তি রিলিজ বা অবমুক্তির জন্য আবেদন করতে হবে জেলা কমিটির বরাবরে যার প্রধান অতিরিক্ত জেলা প্র্শাসক (রাজস্ব)।........................, সহকারী কমিশনার(ভূমি),দাগনভূঞা,ফেনী। মোবাইল: ০১৭১৩১৮৭৩১৮, ০১৭১৩১৮৭৩২৮।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS