গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন বিভাগীয় দপ্তর সমূহের উন্নয়নমূল কার্মকান্ডের খন্ডচিত্র জনসমূক্ষে উপস্থাপনের লক্ষ্যে দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৯/০৯/২০১৫ তারিখে উপজেলা পরিষদস্থ বিজয় চত্তরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৫ উদযাপিত হয়েছে। প্রথমে উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা দাগনভূঞা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিজয় চত্তরে এসে শেষ হয়। এরপর উন্নয়ন মেলা উদ্বোধন করেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ দিদারুল কবির। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র জনাব ওমর ফারুক খান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শরিয়ত উল্যাহ বাঙালী। মেলার প্রত্যেক পর্বেই উপজেলার সকল বিভাগীয় অফিসসমূহের প্রধানগণকে নিয়ে উপস্থিত ছিলেন মেলা আয়োজন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ফরিদা খানম। এরপর সবাই মিলে মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহ পরিদর্শন করেন। দিনব্যাপী আয়োজনের অপরাহ্নে আলোচনা সভা হয়। এই সময় সকল বিভাগীয় অফিসসমূহ বর্তমান সরকার আমলে তাদের স্ব স্ব বিভাগীয় উন্নয়নমূলক কর্মকান্ড মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্টে তৈরীকৃত স্লাইড শো করেন। এরপর মেলার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, দাগনভূঞা পৌরসভার মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সর্বশেষে সন্ধ্যায় স্থানীয় এবং দূরবর্তী শিল্পীগণের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে মেলার সমাপনী হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস