ফেনী শহর বা ফেনীর মহিপাল মোড় থেকে ৮ কিলোমিটার দূরে ফেনী-নোয়াখালী সড়কের ডান পাশে মাতুভূঞা ব্রিজের কাছেই তৎকালীন লক্ষণপুর গ্রাম, বর্তমানে সালামনগর -এ ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর আবস্থিত ।ঢাকা-চট্টগ্রাম সড়কের মহিপাল মোড় থেকে মাত্র ৮ বা ১০টা বাস ভাড়া। সিএনজি চালিত রিক্সায় ৫০ থেকে ৭০ টাকা লাগে।
আবদুস সালাম এর জন্মঃ ১৯২৫ সালেফেনীরদাগনভূঁইয়া উপজেলার লক্ষ্মণপুর গ্রামে; মৃত্যুঃএপ্রিল ৭, ১৯৫২ সালে) মহানভাষা আন্দোলনের অন্যতম শহীদ। ভাষা রক্ষায় তাঁর অসামান্য ভূমিকা ও আত্মাহুতিরকারণেইপরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনায় উজ্জ্বীবিত ও দেশপ্রেমেউদ্বুদ্ধকরে। এ চেতনার ফলেই১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমেবাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।[১]
পরিবার ও কর্মজীবনঃ তাঁর পিতার নাম মোহাম্মদ ফাজিল মিয়া। আবদুস সালাম কর্মজীবনেতৎকালীনপাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগের 'পিয়ন' হিসেবেকর্মরত ছিলেন।ঢাকার নীলক্ষেত ব্যারাকের ৩৬বি নং কোয়ার্টারে বাস করতেন।
সম্মাননাঃ মহান ভাষা আন্দোলনে আবদুস সালাম অনবদ্য ভূমিকা রাখায়বাংলাদেশ সরকার তাঁকে ২০০০ সালেএকুশে পদক (মরণোত্তর) প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস