ব্যবসা বাণিজ্যঃ
এ উপজেলায় ব্যবসা বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধ। উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসা বাণিজ্যের সমারোহ ও ব্যাপক প্রসার রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল, শাক-সবজিসহ বিভিন্ন কাঁচামাল বিক্রয়ের উদ্দেশ্যে নিয়মিত হাট-বাজারে নিয়ে আসে। খামারিরা তাদের খামারে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়মিতভাবেই স্থানীয় বাজারসমূহে ক্রয়-বিক্রয় করে থাকে। উপজেলার বিভিন্ন বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত মাছ, মাংস, ডিম, দুধ, শাক-সবজি, দেশীয় ফলমূল ক্রয়-বিক্রয় লক্ষণীয়। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠন রয়েছে যারা নিয়মিত নিজ নিজ ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে এ উপজেলার অর্থনৈতিক অবস্থা সচল রাখছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস