Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

তথ্য পুসিতকা বিশ্লেশন করে জানা যায়, ১৮৭৬ সালে বৃটিশ সরকারের প্রশাসনিক প্রয়োজনে গঠিত বৃহত্তর নোয়াখালীর অংশ  হিসেবে ফেনী মহকুমার অন্তর্গত দাগনভূঞাকে ১৯৭৯ সালে সরকারের প্রশাসনিক প্রয়োজনে দাগনভূঞা থানা হিসেবে রূপান্তর করে । তৎমধ্যে ফেনী মহকুমা বিলুপ্ত করে ১৯৮৪ সালের মার্চ মাসে ফেনীকে জেলা হিসেবে রূপান্তর করে । যার মধ্যে দাগনভূঞা উপজেলা একটি পরিচিত নাম । এবং পরবর্তীতে ১৯৮৩ সালে সরকার দাগনভূঞা থানাকে আরও অধিকতর আপগ্রেড করে দাগনভূঞা উপজেলা হিসেবে রূপান্তর করে । সে থেকে অদ্যবধি পর্যন্ত ০১টি পৌরসভা ০৮টি ইউনিয়ন, ১০০টি মৌজা ও ১৫২টি গ্রাম নিয়ে দাগনভূঞা উপজেলা পরিচিত ।