দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৩/০৬/২০১৪ ইং তারিখে পাবলিক সার্ভিস ডে উদযাপিত হয়। এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আওতাধীন সকল কার্যালয়ের সরকারী কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ ভবনসহ পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। এই দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মণ্ত্রির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব, সজীব ওয়াজেদ জয় সারা বাংলাদেশে একযোগে পৃথিবীর বৃহত্তম তথ্য সমৃদ্ধ স্থানীয় সরকার বিভাগীয় (তৃণমূল হতে উর্ধ্বতন) পোর্টাল উদ্বোধন করেন। সার্বিকভাবে উৎসবমুখর আমেজে দিনটি পালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস