দাগনভূঞা পৌরসভা ০২/০৭/২০০০ খ্রি:তারিখে প্রতিষ্ঠিত হয়। এটি গত ০৯/১১/২০০৪ইং তারিখে পৌর-৩/চবি/গ-২৯/৯৭/১৩২৪ নং প্রজ্ঞাপনমূলে ২য় শ্রেনীর পৌরসভায় উন্নীত হয় এবং গত ১৫/০১/২০১২ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার ৪৬.০৬৪.০২৮.১০.১০.৩০৬.২০১১/৬৩ নং প্রজ্ঞাপন মূলে ১ম শ্রেনীর পৌরসভায় উন্নীত হয়। প্রথম পরিষদের নির্বাচনের তারিখ ১২/০২/২০০২, শপথ গ্রহণের তারিখ ১৬/০৩/২০০২ইং এবং প্রথম সভার তারিখ ১৬/০৩/২০০২ ইং। দ্বিতীয় পরিষদের নির্বাচনের তারিখ ২৭/০১/২০১১ইং, শপথ গ্রহনের তারিখ ১৪/০২/২০১১ইং এবং প্রথম সভার তারিখ ১৪/০২/২০১১ইং। পৌরসভার আয়তন প্রায় ১২.২৫০ বর্গ কিলোমিটার। ওয়ার্ড সংখ্যা- ০৯টি,হোল্ডিং সংখ্যা- ৫০১৬টি ও ২০০১ সনের আদমশুমারী অনুযায়ী এই পৌরসভার মোট লোক সংখ্যা- ২৫০০০(প্রায়) জন, তম্মধ্যে পুরুষ- ১২৭৮০ জন, মহিলা- ১২২২০ জন এবং বর্তমানে মোট লোক সংখ্যা ৫০,০০০(প্রায়) জন, তম্মধ্যে পুরুষ-১৯,৩৪৪ জন,মহিলা-২০,৭৫১ জন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ- ০১টি, মাধ্যমিক বিদ্যালয়- ০৫টি, প্রাথমিক বিদ্যালয়- ০৮টি, মাদ্রাসা- ০২টি। শিক্ষার হার ৭৫% এবং ১০০% স্যানিটেশনের আওতাভূক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস